দুটি ক্লিক। বিখ্যাত হলেন ফটোগ্রাফার সেবাস্টিয়ান ডি'সুজা। আর আগামীর পৃথিবীতে কুখ্যাত হলেন অশোক মুচি। দরিদ্র দলিত তবুও হয় না হিন্দু! গুজরাতের ফুটপাতে জুতো সেলাই করতে করতে দুনিয়াদারি বোঝেন 'দাঙ্গার মুখ'। সে মুখে বহুযুগের অস্পৃশ্যতার যন্ত্রণা - সংলাপ হয়ে ঝরে।
by সুমিত দাস | 18 September, 2023 | 1302 | Tags : Manusmriti Modismriti Riot Kutubuddin Ansari Ashok Parmar